M. M. Nurul Haque Foundation (MMNHF)

NEWS & UPDATES

এম এম নুরুল হক ফাউন্ডেশনের উদ্যােগে সপ্তাহ ব্যাপী শিক্ষার্থীদের মাঝে কম্পিউটার বেসিক বিষয়ে ফাউন্ডেশন কোর্স প্রশিক্ষন কর্মশালা

চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের এম এম নুরুল হক ফাউন্ডেশনের উদ্যােগে সপ্তাহ ব্যাপী শিক্ষার্থীদের মাঝে কম্পিউটার বেসিক বিষয়ে ফাউন্ডেশন কোর্স শিরোনামে কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মনজুরুল হক শোয়েব।
মঙ্গলবার (১১ জানুয়ারি) বেলা ৩টায় এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের তৃতীয় তলায় মনজুরুল হক শোয়েব মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক আহসান আলীর পরিচালনায় কম্পিউটার প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম এম নুরুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মঞ্জুরুল হক শোয়েব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ফয়েজুল হক, জসিম উদ্দিন সরকার, আব্দুল মান্নান, হাসিনা আক্তার, পারভিন আক্তার, কম্পিউটার শিক্ষক জাকির হোসেন, উত্তম কুমার প্রমুখ।
এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সহযোগীতায় সম্পূর্ণ বিনামূল্যে ২০২১ সনের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে এম এম নুরুল হক ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে সপ্তাহ ব্যাপী এ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।
ফম/এমএমএ/সংবাদ বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম

271605246_118889567319067_8196859931223769353_n
Screenshot 2022-01-02 at 6.33.09 PM-imresizer

From MMNHF Family

M.M. Nurul Haque High School (a concern of the M.M. Nurul Haque Foundation) has come with an extraordinary result in S.S.C Examination in 2021. Congratulations to all for the achievements.

MMNHF Launched It's Digital Platform

On 16th December’2021, The great Victory day - Al-Hajj M. M. Nurul Haque, founder of M.M.Nurul Haque foundation launched its Digital Platform. Al-Hajj Monzurul Haq Shoaib (Chairman), Al-Hajj Monzura Begum (Vice-Chairman) & Mrs. Jasmin Ara Munni (Asst. Secretary) were present at the launch ceremony. For more details & updates visit: www.nurulhaquefoundation.org
launch1-imresizer
sc1-imresizer

M.M. Nurul Haque High School Program

M.M. Nurul Haque High School celebrates the Golden 50 Years of Great Victory Day of Bangladesh on 16th December 2021 in the School premises and arranged a significant discussion regarding the Victory day among the students also arrange some play & cultural activities.